আগরতলা রেলস্টেশন থেকে ৩ বাংলাদেশী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৮:৫০:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলস্টেশন থেকে ৩ বাংলাদেশী যুবককে গ্রেফতারের খবর পাওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে আগরতলা রেলপুলিশের ইনচার্জ জানিয়েছেন।
জানা গেছে, আগরতলা রেলস্টেশনে আরপিএফ, বিএসএফ, জিআরপি, ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে আটক ২ জন হলেন- ছোটন দাস (১৯), বিষ্ণু চন্দ্র দাস (২০)। তারা নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও মুহম্মদ মালেক (৩০) নামের এক যুবক ধরা পড়েছে আগরতলা রেলস্টেশন থেকে। মালেক হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ট্রেনে তারা আগরতলায় পৌঁছে অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে জানা যায় তারা কলকাতায় যাওয়ার প্ল্যানে ছিল। গ্রেফতারির পরই তাদের আগরতলা জিআরপিতে নিয়ে যাওয়া হয়। পুলিশ আপাতত তাদের জেরা করবে বলে জানা গেছে। পুলিশ মনে করছে, এই ঘটনায় আরও অনেকে জড়িত। পুলিশ আরও গ্রেফতার করতে পারে বলে মনে করা হচ্ছে।