অর্জিত বিজয় সংরক্ষণে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৯:০৩:১২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও শ্রমিক কল্যাণের জেলা প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে, লাখো-কোটি মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে মুক্তির দেখা পেয়েছে। সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই দীর্ঘ সংগ্রামে সামিল ছিলো।বিগত সরকার জুলুম অত্যাচার নির্যাতন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। গোটা জাতির অধিকার হরণ করেছে। অনেককে গুম করেছে, হত্যা করেছে। অনেককে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কারাগারে থাকতে হয়েছে। এগুলো সব আমরা জানি, এগুলোর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে অর্জিত বিজয় সংরক্ষণে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই।
তিনি সোমবার বাদ মাগরিব চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।উপজেলা সভাপতি কামরুজ্জামান খান ফয়সলের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মুহাম্মদ আল আমীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, জেলা উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জেলা সাধারণ সম্পাদক আয়কর আইনজীবি মাওলানা নিজাম উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, এডভোকেট নাজমুল ইসলাম, মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলাইমান হোসাইন ও জিয়াউল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি।