মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি নেই: খামেনি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৯:১৫:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি নেই। মূলত, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাচ্যে তার প্রক্সি হারিয়েছে-বিভিন্ন নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার হজরত ফাতেমা রা. এর জন্মবার্ষিকীতে একটি দলের সঙ্গে সাক্ষাতের সময় আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা প্রক্সি না থাকার বিষয়টি অস্বীকার করলেও বিশ্বজুড়ে, এমনকি খোদ ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে নিজেদের নেতৃত্বের প্রতিরোধ অক্ষের কথা স্বীকার করে থাকে। প্রতিরোধ অক্ষ বা রেজিস্ট্যান্স এক্সিস বলতে সাধারণত, মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক জোটকে বোঝানো হয়। যা ইসরাইল এবং পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গঠিত। এই অক্ষটি-ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীসহ অন্যান্য কিছু গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এই জোটের মূল লক্ষ্য হলো নিজেদের অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপ ও ইসরাইলি আগ্রাসনের মোকাবিলা করা। এটি ইরানের নেতৃত্বে পরিচালিত এবং সামরিক ও আদর্শিকভাবে ইরানের ইসলামি বিপ্লবের নীতিমালা দ্বারা অনুপ্রাণিত।