ইক্বরা’র শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৯:২২:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সেবা সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার এর উদ্বোধন করেন চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে মুকতাবিস-উন-নূর জানান, সোমবার ১৫০ জন প্রতিবন্ধীসহ শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। এটি চলতি মৌসুমে তাদের ধারাবাহিক কার্যক্রম। একইভাবে আগামী কয়েকদিনে সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় এই শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টরন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারী বদরুল আমীন হারুন, পাবলিটি সেক্রেটারী মঈন উদ্দিন মনজু প্রমুখ।