সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪১:৪৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ।
সোমবার শ্রীমঙ্গলে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গলের জন্য ৬০০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বরাদ্দকৃত কম্বল ইতোমধ্যে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আশা করছি শিগগিরই আরও বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ আসার পর সেগুলোও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এদিকে, শ্রীমঙ্গলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও হাওরাঞ্চলের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েক দিন ধরেই উপজেলাজুড়ে চলছে শীতের দাপট। প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এই কনকনে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে খেটে খাওয়া মানুষ। বলা চলে, পাহাড়-টিলা, হাওর, চা-বাগান অধ্যুষিত জেলা মৌলভীবাজারে শীতের প্রভাব পড়ছে প্রান্তিক জনপদ থেকে নগরজীবনে। উপজেলার ভাড়াউরা চা-বাগানের শ্রমিক সুমন গোয়ালা বলেন, রাতের বেলা চা-বাগানে প্রচন্ড ঠান্ডা পড়ে। আমাদের অনেক কষ্ট করে থাকতে হয়। সবার ঘরে চাহিদামতো গরম কাপড় নেই। সরকার থেকে যদি ব্যাপকভাবে শীতের কাপড় বিতরণ করা হতো, তাহলে উপকার হতো।