হলিসিটি কলেজিয়েট স্কুলে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪৭:২২ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে হলিসিটি কলেজিয়েট স্কুল সিলেটের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে হলিসিটি কলেজিয়েট স্কুলের পরিচালক আনহার মিয়ার সভাপতিত্বে ও আবিদা জান্নাত খাঁন তুষির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও হলিসিটি কলেজিয়েট স্কুল চেয়ারম্যান মিফতাহ সিদ্দীকী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাজী মুহা: জাফর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটি সদস্য আব্দুল মুমিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুরাদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বিমল দেবনাথ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নুর উদ্দিন খাঁন হাসান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমদ, হোসেন খাঁন ইমাদ, রাফি আহমদ পাপ্পু। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মইনুল হোসেন, আব্দুল কাদির, তাসলিমা আক্তার, তাসনিয়া তালুকদার, জুলফা বেগম, মেহেরা আক্তার, ফাতেমা আক্তার, রিমু বেগম, কামরুল ইসলাম ও সারওয়ার খায়ের সেতু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭টি বছরে বিভীষিকাময় অবস্থা দেখেছি। ইতিহাস বিকৃতির যে চরম অবস্থা কি হতে পারে তাও আমরা দেখেছি। পাঠ্যপুস্তকে দেবদেবীর ছবি দিয়ে বিভিন্নভাবে উস্কানী দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছে। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। যেই চরিত্র গঠনের জন্য আমার বাচ্চাদের স্কুলে পাঠাই সেখানে ছাত্রীদের উত্যক্ত করা হতো, সেগুলো আমরা চাই না। নতুন বাংলাদেশ বির্নিমাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিজ্ঞপ্তি