আনসার ভিডিপির শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৫:৪৯:৪০ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আখালিয়া আনসার ও ভিডিপির সিলেট জেলা অফিস কার্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক জিয়াউল হাসান বলেন, মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সবার এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক এর নেতৃত্বে বাহিনী সামাজিক নিরাপত্তা বিধানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মহাপরিচালকের তেমনি একটি কল্যাণধর্মী ও সামাজিক উদ্যোগ।
এর আগে উপমহাপরিচালক সোমবার সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় ৩০০ তৃণমূল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তি