জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানা এলাকার দাওরাই বাজার থেকে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের গ্রামের মৃত. আব্দুল হান্নানের ছেলে আবুল কয়েছ ইসরাইল (৫৫)। গ্রেফতারকৃত আসামী আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে।