রিটার্ন জমার সময় ১ মাস বাড়লো
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৭:৫২:৫৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক :
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে আরও ১ মাস। সাধারণ করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আর কো¤পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যšত।
মঙ্গলবার দ্বিতীয় সচিব (কর আইন-১), কর নীতি উয়িং, জাতীয় রাজস্ব বোর্ড, এইচ এম শাহরিয়ার হাসান কর্তৃক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।
এনবিআর নতুন করে আরও এক মাস সময় বাড়ালো। এর ফলে ব্যক্তি করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া কো¤পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ জানুয়ারির বদলে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ওই আদেশে উল্লেখিত বহুজাতিক কো¤পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।