কুলাউড়ায় প্রচেষ্টার অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৭:৫৪:১৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় এনজিও সংস্থা প্রচেষ্টার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
প্রকল্প ব্যবস্থাপক মো. হামিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একলাছ মিয়া, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মো. আব্দুল মালিক, কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক প্রমুখ।
প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান জানান, চলতি বছর আকস্মিক বন্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও, কাদিপুর ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে ওই সকল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা, উন্নত স্যানিটেশন, কৃষি বীজ ও হাইজিন কিটস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।