মহানগর আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৯:০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এবার গ্রেফতার হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক।
তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় বিজিত চৌধুরীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং বুধবার আদালতে তোলা হবে।