সিলেটে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ শুক্রবার : ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৯:০৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২৪’। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত টি-টুয়েন্টি টুর্নামেন্টে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে দুটি টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।
টুর্নামেন্ট বাস্তবায়ন ও সফলের লক্ষ্যে বিসিবির সাবেক পরিচালক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে আহ্বায়ক এবং ক্রীড়া সংগঠক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সদস্য সচিব করে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতার জন্য লাল দল ও সবুজ দল নামীয় দুটি টীম ঘোষণা করা হয়েছে। লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালী ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন এবং সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
উক্ত টুর্নামেন্টে বিজয়ী দল ঢাকায় বিভাগীয় বিজয়ী টীমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেশের সকল বিভাগ থেকে বিজয়ী টীমের সমন্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে ৪২ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা বিএনপির উদ্যোগেও আওতাধিন সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে সমন্বয় করা হচ্ছে।
এ ব্যাপারে টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার শুধু দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় করণ করেনি, তারা দর্শক গ্যালারী পর্যন্ত দলীয় করণ করেছিল। আমরা ফ্যাসিস্টদের দলীয় সংকীর্ণতা থেকে ক্রীড়াঙ্গনকে বের করে নিয়ে আসতে চাই। তাই আমরা গ্যালারী টিকেট ফি মুক্ত রেখেছি। ইচ্ছেমতো সবাই খেলা উপভোগ করতে পারবে। জাতীয় দলের সংস্পর্শে গিয়ে সিলেটের স্থানীয় ক্রিকেটারদের ক্যারিয়ারের উন্নতি ঘটবে।