জুড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৫:১৯:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার মাদক ক্রয় বিক্রয়কালে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসয়ী যুবককে আটক করেছে বিজিবি। পরে বিজিবি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এরা হচ্ছে- কৃষ্ণনগর গ্রামের পাটাদার রিকমুনের ছেলে লাল রিকমুন (৩০) ও ধামাই চা বাগানের সলিন নায়েকের ছেলে সবুজ নায়েক (১৯)
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল টিম অভিযান চালিয়ে ধামাই চা বাগান এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কালে লাল রিকমন (৩০) ও সবুজ নায়েককে আটক করে বিজিবি। এসময় তাদের পকেট তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাদের ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িদের জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেন থানায় মামলা করেছেন। জুড়ী থানার ওসি মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, বিজিবির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।