কুলাউড়ায় এসিল্যান্ড’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৫:৩৬:০৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শাহ জহুরুল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষে শরীফপুরের পাল্লাকান্দি ও চাতলাপুর চা বাগানের অর্ধশতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ অব্যাহত থাকবে। পর্যাপ্তসংখ্যক শীতবস্ত্র উপজেলায় বরাদ্দ রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, প্রায় ৩ হাজার কম্বল এবার বরাদ্দ রয়েছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।