শ্রীমঙ্গলে বড়দিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৫:৪৩:৫৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বুধবার সকালে শ্রীমঙ্গল ধর্মপল্লী ক্যাথলিক মিশনের শ্রমিক সাধু যোসেফের গীর্জায় বিশাল আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকেই যিশুর জন্মোৎসব বড়দিনের উৎসবে মাতেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয় গির্জাগুলো।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পূরোহিত সিএসসি ফাদার নিকোলাস বাড়ৈ। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মো: ইসলাম উদ্দিন, সেনাবাহিনীর টহল দলসহ সরকারের বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ডমনিক সরকার রনি।