অন্যকে সম্মান দিলে নিজেকে সম্মানিত মনে হয় : শিশির মনির
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৫:৫০:৫৪ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, অন্যকে সম্মান দিতে পারলে নিজেকে সম্মানিত মনে হয়। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। তাদের ভালো রাখা আমাদের কর্তব্য। আমাদের উপর তাদের অধিকার আছে। সেই কর্তব্য এবং অধিকারের জায়গা থেকে তাদের জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো কাজ করতে সরকার লাগে না। নিজেরাই কিছু কাজ করা যায়।
তিনি বুধবার দিরাইয়ে চলাচলে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। শিশির মনির আরো বলেন, আমরা সঠিক লোককে সঠিক সম্মান দিতে জানি না বলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা তার সঠিক সম্মান পাবে, স্কুল শিক্ষক তার সঠিক সম্মান পাবে এখানে হিংসা করার কিছু নাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: উজ্জ্বল খান, জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মো: আল আমিন, শিক্ষক ফিরোজ খান, ডা. মিজানুর রহমান, ডাক্তার দবিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লালবাশি দাস, সহকারী শিক্ষক নরোত্তম রায়, পুর্নেন্দু চক্রবর্তী, সাংবাদিক ইমরান হোসাইন, উবাইদুল হক, মোশাহিদ আহমদ, সিলেট রিকাবীবাজার ইবনেসিনার পরিচালক রেজাউল ইসলাম, লন্ডন প্রবাসী মিজানুর রহমান, শিক্ষক কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।