শ্রীমঙ্গলে চার পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৬:২৪:১৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন মামলায় পলাতক চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজঘাট উইনয়নের টিপরাছড়া চা বাগান এলাকার টিম মহালীর ২ পুত্র দূর্গাচরন মহালী ও দোলন মহালী, সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া কটিয়ারকোনা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র সাব্বির আহমদ ও শহরের নতুন বাজার এলাকার বনবীথী ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক লিটন মিয়া। শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) অলক বিহারী গুণ, এসআই (নিঃ) বাবলু কুমার পাল ও এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।