কাজীটুলায় বিএনপির দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩:১৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে। বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের প্রতিটি খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়া প্রয়োজন।
সিলেট নগরীর কাজীটুলা লোহাপাড়ায় মঙ্গলবার রাত ৮টায় বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের সাবেক আহবায়ক মো. আলী আকবরের উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা জাকির আলী ছাদিকের সহযোগিতায় আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী। সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. হাসনাত আলী। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা সালেহ আহমদ।
সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন, কানাডা পূর্ব বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএনপি নেতা নাবিল আহমদ মেম্বার, মহানগর বিএনপি নেতা শাকিল আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা আলী হায়দার হৃদয়, মো. আজাদ লস্কর, আসাদুজ্জামান আসাদ, রোহান বাছির, জহির আলী স্বাধীন, আব্দুর রহিম, অপু আহমদ শাকিল আহম, নাফি আহমদ, আসাদ আহমদ, শাওন আহমদ, মো. আব্দুল্লাহ, আব্দুল মুমিন, নাদিম আহমদ ও রাফি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি