হাকালুকিতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৭:৫৭:৩৬ অপরাহ্ন
আব্দুর রব, বড়লেখা: দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরে শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। হাওরের বিভিন্ন বিলে বিচরণ করছে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা হাঁস জাতীয় এসব পাখি। অসাধু শিকারিদের প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিলে বিগত কয়েক বছরের রেকর্ড সংখ্যক অতিথি পাখির সমাগমের সম্ভাবনা দেখছেন পাখিপ্রেমি পর্যটক ও হাওরপাড়ের বাসিন্দারা। হাকালুকি হাওরের বালিজুরি, জলা, পোয়ালা, দুধাই, হাওরখালসহ বিভিন্ন বিলে সরেজমিনে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি ভেসে বেড়াতে দেখা গেছে। হাওরপাড়ের বাসিন্দা ও বিভিন্ন জলমহালের ইজারাদারের লোকজন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার অতিথি পাখির সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখনও অসাধু শিকারিরা তেমন তৎপর হয়নি। প্রশাসনিকভাবে যদি পাখি শিকারিদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয় তবে এবার বিগত কয়েক বছরের সর্বোচ্চ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটবে হাকালুকি হাওরে।