রিকশা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৮:২৭:৪৯ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা এলাকায় দুস্থ ও অসহায়দের মধ্যে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মালিক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, রিক্সা শ্রমিক ইউনিয়ন সোনাতলা শাখার সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অলিউর রহমান, মুনিম মিয়া, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, মোস্তাক মিয়া, পাখি মিয়া, আব্দুল জলিল, সবুজ মিয়া, ফরহাদ হোসেন, সালমান আহমদ, ইমন, সুজন, সোহেল প্রমুখ। অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম-গঞ্জের দিনমজুর শ্রমজীবী মানুষেরা প্রতিদিন যা আয় রোজগার করেন তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। প্রচন্ড শীতে শীত নিবারনের জন্য শীতবস্ত্র কিনতে পারছেন না। ঠিক তেমনই এক সময় সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। বিজ্ঞপ্তি