স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৮:২৮:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন। মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন জালাল উদ্দিন, এনাম মিয়া, মহি উদ্দিন শাহান, মিজানুর রহমান দুলাল, আব্দুল খালিক জৈন্তাপুর, গিয়াস আহমদ বালাগঞ্জ, কামরান আহমদ, আব্দুল কুদ্দুসসহ সমিতির সদস্যরা।
সভায় সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমিতির উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সদস্যদের মতামতের মাধ্যমে মো. খোরশেদ আলম চৌধুরীকে সভাপতি ও মো. আশরাফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতি গঠন করা হয়। কমিটিতে সহ সভাপতি সত্যেন্দ্র কুমার চন্দ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর ও সমাজকল্যাণ সম্পাদক মো. এনাম মিয়া, প্রচার সম্পাদক এ কে এম সামছুদ্দিন, সদস্য মো. বুরহান উদ্দিন ইকবাল, আব্দুল কাইয়ুম সরকার, মিজানুর রহমান বেলাল, কামরান আহমদ ও জালাল উদ্দিনকে নির্বাচিত করা হয়। এ ছাড়া মফস্বল প্রতিনিধি করা হয় সোমায়েল হোসেন চৌধুরী, আব্দুল মান্নান ও আবু রুশদ ইকবালকে। সভায় সকলের মতামতের ভিত্তিতে সমিতির উপদেষ্টা করা হয়েছে আব্দুল খালিক, ঋষিকেশ পাল, তজম্মুল আলী, আব্দুল মতিন ও আব্দুল খালিককে (জৈন্তাপুর)। বিজ্ঞপ্তি