প্রকাশিত সংবাদ নিয়ে শাহরিয়ার রাসেলের ভিন্নমত
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৯:২৩:১৩ অপরাহ্ন
গত ২৪ ডিসেম্বর দৈনিক জালালাবাদ পত্রিকায় ‘অস্ত্র মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে বিএনপি নেতার সুপারিশ! বিএনপিতে তোলপাড়!’ শীর্ষক প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন শাহরিয়ার আহমদ রাসেল।
এক বিবৃতিতে তিনি বলেন, আমি ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে প্রোগ্রামে অংশ নিয়েছি। এসব ছবি তারই অংশ। এছাড়া ২০২৩ সালে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের ছবি সম্বলিত বেইজটি তাকে ডিজিএফআই এর নির্দেশে গলায় ঝুলিয়ে ছবি তুলে দিতে হয়েছিল। অস্ত্র মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামী করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেদকের বক্তব্য- নির্ধারিত তথ্যের ভিত্তিতেই সংবাদ পরিবেশন করা হয়েছে। সিটি নির্বাচন চলাকালে সরকারের কোন বিশেষ বাহিনীর চাপে বুকে বেইজ ধারণ করে ছবি তোলা হয়েছে বলে যে যুক্তি উপস্থাপন করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করা হলেও বাস্তবে যুক্তি যথেষ্ট দুর্বল। এছাড়া দায়েরকৃত অস্ত্র মামলায় তাকে স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে উল্লেখ করে আসামী করায় সংবাদে স্বেচ্ছাসেবক লীগ নেতা উল্লেখ করা হয়েছে।