পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৪, ৯:৩৪:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্যারাচিনারের দীর্ঘস্থায়ী সড়ক অবরোধের কারণে চিকিৎসা সেবার অভাবে শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় আড়াই মাস ধরে চলা এই সড়ক অবরোধের ফলে খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় এই প্রাণহানি ঘটে। দীর্ঘস্থায়ী এই সড়ক অবরোধের কারণে প্যারাচিনারের বাসিন্দারাও তাদের মৌলিক চাহিদা, যেমন- চিকিৎসা এবং খাদ্যের অভাবে ভুগছেন।
বিষয়টি নিশ্চিত করে কুররাম তহসিলের চেয়ারম্যান আগা মুজামিল জানান, সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে প্যারাচিনারের বাসিন্দারা মৌলিক সেবা পাচ্ছেন না। এর ফলে ১০০টিরও বেশি শিশু চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে।
কুররামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, গ্র্যান্ড জিরগা জেলা সফর করে পুরনো আদিবাসী বিরোধ নিষ্পত্তি এবং সড়ক পুনরায় চালুর জন্য শান্তি আলোচনা শুরু করা হয়েছে। এদিকে প্যারাচিনার বাসিন্দাদের দুর্দশা তুলে ধরতে করাচির নুমাইশ চৌরাঙ্গি এবং লাহোর প্রেস ক্লাবের বাইরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মজলিস ওয়াহদাত-ই-মুসলেমিন নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।