শ্রীমঙ্গলে সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৫:৩৮:৩০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজনৈতিক, ধর্মীয় ও জতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির বজায় রাখার আহবানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ শ্রীমঙ্গলের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া।
পিএফজি শ্রীমঙ্গলের সিনিয়র সদস্য হেলেনা চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি শিক্ষক দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় এরিয়া ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন অ্যাম্বসেডর কাজী আছমা, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শামীম আহমেদ, ইউপি সদস্য মো শাহাজান মিয়া, ফিরোজা বেগম, মুসলিম ধর্মীয় নেতা মাওলানা এম এ রহিম নোমানী, হিন্দু ধর্মীয় নেতা বেবব্রত দত্ত হাবুল, খ্রিষ্টান নেতা শরণ সিং, সাংস্কৃতিক কর্মী শ্যামল আচার্য ও স্থানীয় সমাজসেবী মো. আছাদ মিয়া প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন পিএফজি সিনিয়র সদস্য মো: আনহারুল ইসলাম, শ্রীমঙ্গল সনাক সদস্য নিতেশ সুত্রধর, সাংবাদিক মো: রুবেল আহমেদ, নূর মোহাম্মদ সাগর, পিস ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের অ্যাম্বাসেডর সিরাজাম মনিরা, সদস্য মো. নাইমুর রহমান ও সৈয়দ আরমান জামি প্রমুখ।