জৈন্তায় খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪:৪০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় ভারতে সুপারী আনতে গিয়ে খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের সুপারীবাগান হতে সুপারী আনতে গিয়ে খাসিয়ার গুলিতে গুরুতর আহত হয় এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাবউদ্দিনের ছেলে মারুফ আহমদ (২০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।