বেতার সিলেটের কর্মকর্তাদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৭:৪৭:৫৩ অপরাহ্ন
আন্ত-ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে ২৫ টি ক্যাডারের সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে কর্মরত অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা এই তিনটি শাখার কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট শহরের মীরের ময়দানে অবস্থিত বাংলাদেশ বেতারের অফিসের সামনের রাস্তায় তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান বলেন, আমরা চাই বর্তমানে ক্যাডার সমূহের মধ্যে বিদ্যমান বৈষম্যের অবসান। উপসচিব ও যুগ্ম সচিব এই দুটি পদে পদোন্নতির ক্ষেত্রে কোটা পদ্ধতি বিলোপ ও শতভাগ মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমরা চাই, যে ক্যাডার যে মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত, সেই মন্ত্রণালয় সেই ক্যাডারের দ্বারা পরিচালিত হবে। সকল ক্যাডার কর্মকর্তার নির্ধারিত সময়ে পদোন্নতি নিশ্চিত হবে।
বাংলাদেশ বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন, বৈষম্য একজন কর্মকর্তার মনবল ভেঙে দেয়। আমরা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ন্যায় বিচার এবং ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবি জানান। তিনি আরো বলেন, উপসচিব কোন একটি ক্যাডারের পদ না, এটি সরকারের পদ। এখানে সকল ক্যাডারের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, পবিত্র কুমার দাশ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি