জুলাই প্রিমিয়ার লীগ এর পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৭:৫৭:৪৫ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ভবানীগঞ্জ আইডিয়াল ক্লাব আয়োজিত জুলাই প্রিমিয়ার লীগ (জেপিএল) এর ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর শামীম কামরুলের সভাপতিত্বে এবং আব্দুল বাসিত সাগর ও হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, সমাজসেবী আবু মাহমুদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউপি সদস্য মোঃ ফখর উদ্দিন, মোঃ জাকির হোসেন, মাস্টার আব্দুর রহিম।
ফাইনাল খেলায় জুলাই কিংস’কে ১৮ হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে সুপার বয়েজ জুলাই। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়েজ আহমদ। ১৮০ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন আরিফুল ইসলাম। টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সুলতান আহমদ। বিজ্ঞপ্তি