সচিবালয়ে অগ্নিকান্ডে নিহত ফায়ার ফাইটার নয়নের কর্মস্থল সিলেটে
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪৫:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের নিহত সদস্য সোহানুর জামান নয়নের কর্মস্থল ছিল সিলেটে। সম্প্রতি ২১ দিনের ট্রেনিংয়ের জন্য তিনি ঢাকায় যান। সেখানে ট্রেনিংরত থাকা অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।
জানা গেছে, প্রায় দু’বছর আগে সিলেট ফায়ার সার্ভিস অফিসে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপুনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তেজগাঁও ফায়ার স্টেশনে ট্রেনিংরত থাকা অবস্থায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস টিমের সাথে সেখানে যোগ দেন তিনি। আগুন নিভানোর জন্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যাওয়ার সাথে তার মাথায় থাকা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালককে আটক করেন শিক্ষার্থীরা।
এদিকে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে চলছে শোকের মাতম।