রক্তদাতা সেজে প্রতারণা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ৮:৪৯:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা এম সি কলেজের শিক্ষার্থী আব্দুস সামাদ (২৫) তার অসুস্থ নানীকে বুধবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের গাইনী চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে অপারেশনের প্রস্তুতি নিতে বলেন। বৃহস্পতিবার বিকেলে অপারেশনের সময় নির্ধারণ করে তাদেরকে ২ ব্যাগ রক্ত সংগ্রহে রাখার নির্দেশ দেন চিকিৎসক।
এর প্রেক্ষিতে বুধবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি ব্লাড গ্রুপে রক্ত চেয়ে মোবাইল নাম্বার সংযুক্ত করে একটি পোষ্ট করেন কলেজ ছাত্র আব্দুস সামাদ। পোষ্ট করার কয়েক মিনিটের মধ্যেই ০১৩২৬৭৫৬৬৯৬ এই নাম্বার থেকে এক যুবক ফোন করে জানান তার বাসায় লামাবাজার। তিনি তার এক ভাইকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসবেন। সকাল ৯টার দিকে ঐ নাম্বারে ফোন দেন আব্দুস সামাদ। তখন রক্তাদানে আগ্রহী যুবক বলেন তিনি বাসা থেকে বের হয়েছেন কিছু সময়ের মধ্যেই হাসপাতালে পৌছবেন তার পকেটে ভাড়া নেই কিছু টাকা বিকাশ করার জন্য। এ নিয়ে রোগীর আত্মীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে সামাদের মামা ঐ মোবাইল নাম্বারের বিকাশে ১০০ টাকা পাঠান। তখন অপর প্রান্ত থেকে যুবক বলেন এই টাকা বিকাশ থেকে তোলা যাবেনা আরো ৪০০ টাকা খরচসহ পাঠানোর জন্য। এর প্রেক্ষিতে রোগীর আত্মীয় আরো ৪০০ টাকা বিকাশ করেন। কিন্তু এই টাকা পাঠানোর সাথে সাথে নাম্বারটি বন্ধ হয়ে যায় আর খুলেনি। এদিকে রক্ত ম্যানেজ নিয়ে মহাসংকটে পড়েন রোগীর স্বজনরা। মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকেন। শেষ পর্যন্ত জরুরী ভিত্তিতে কিছু দুর থেকে নিজের দুজন আত্মীয়কে হাসপাতালে এনে রক্তের ব্যবস্থা করা হয়। সন্ধ্যা পর্যন্ত এই প্রতারক চক্রটি আর তাদের মোবাইল চালু করেনি।
টাকা খুয়া গেলেও অপারেশনের রোগীর জন্য যথাসময়ে রক্ত ম্যানেজ নিয়ে সীমাহিন মানসিক চাপে পড়ে যান রোগীর স্বজনরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক জালালাবাদ অফিসে এসে ঘটনার বর্ণনা দেন এমসি কলেজের শিক্ষার্থী আব্দুস সামাদ। তিনি বলেন, রক্ত দান একটি মহৎ কাজ। আমি নিজেও ৪ মাস পর পর রক্ত দিয়ে থাকি। কিন্তু আমি নিজে এমন প্রতারণার শিকার হবো কখনো কল্পনা করিনি। ৫০০ টাকা গেছে সেটার জন্য আমাদের তেমন কষ্ট নেই। কিন্তু ঐ প্রতারকচক্রটি আমাদেরকে একটি ভয়ানক পরিস্থিতির মুখে ফেলে দিয়েছিল। গুটি কয়েক প্রতারকদের জন্য সত্যিকারের রক্তদাতাদের ব্যাপারে জনমনে সন্দেহ তৈরী হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কোন রক্তদাতা বিকাশে চাইলে লেনদেন না করার অনুরোধ জানান তিনি। গ্রুপে বিষয়টি নিয়ে পোষ্ট করার পর অনেকেই এমন প্রতারণার অভিযোগ তুলছেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক করছেন।