মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪২:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা ও জেলার বড়লেখা সীমান্তে বিএসএফ কর্তৃক সমনবাগ চা শ্রমিক বাগানের গোপাল বাগতি হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দূপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং জেলা সদস্য এডভোকেট আবুল হাসানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনতোষ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।