আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪৫:৪৬ অপরাহ্ন
সিলেট নগরীর দরগাহ মহল্লা পায়রাস্থ আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ।
শিক্ষাসচিব মাওলানা ফুজায়েল আহমদ ও হাফেজ ফয়ছল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফিজ আছাদ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাউয়াই আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর-রশীদ ইন্সটিটিউট এর পরিচালক মাওলানা সাদিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-কুরআন শিক্ষা কেন্দ্রের সহকারি পরিচালক মুফতি মাওলানা আব্দুল্লাহ চৌধুরী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগের নির্বাহী সদস্য হাফিজ ফয়সল আহমদ, মাওলানা সাহান। শিক্ষকদের মধ্যে ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, বেলাল আহমদ, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ছাদিকুর রহমান, সাংবাদিক আজমল আলী, তৌহিদ আহমদ, আ. ক. ম. বদরুল আলম, মোঃ সবুজ মিয়া ও মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি