বড়লেখায় অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে প্রবাসী কল্যাণ পরিষদের উপহার
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৬:৫৩:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় অসচ্ছল পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ। সামাজিক এই সংগঠনটির অর্থায়নে হতদরিদ্র ব্যক্তির মেয়ের বিয়েতে উপহারস্বরূপ লক্ষাধিক টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উপহারের এই ফার্নিচার সংগঠনের নিজস্ব পরিবহনে বরের বাড়িতে পেীঁছে দেওয়া হয়েছে। এর আগে বিয়ের উপহার প্রদান উপলক্ষে স্থানীয় বিছরাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি প্রবাসী সাহাব উদ্দিন।
পরিষদের উপদেষ্টা মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় উপহার প্রদানের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, কামিল আহমদ, ব্যাংক কর্মকর্তা হাফেজ জয়নাল উদ্দিন, আমিনুল বাবলু ও আলী হোসেন প্রমুখ।