কুইন্স হসপিটাল আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৬:৫৬:১১ অপরাহ্ন
সিলেট এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন এর আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও কুইন্স হসপিটাল এর পৃষ্ঠপোষকতায় এবং সিলেটের মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের (ছাত্র ও ছাত্রী) অংশগ্রহণে
কুইন্স হসপিটাল আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ ডিসেম্বর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোঃ আল জুনায়েদ, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিদ্দিকী প্লাজা’র ম্যানেজিং ডিরেক্টর ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ক্রীড়া সংগঠক হানিফ আলম চৌধুরী, কুইন্স হসপিটাল সিলেট এর ফিন্যান্স সার্ভিস এর ডিরেক্টর ডাঃ আহমদ নাফি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন সিলেট এর আহবায়ক লোকমান আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ ও এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন এর সদস্য শিব্বির আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন এর সদস্য অচ্যুত ভট্টাচার্য্য অজিত, প্রদীপ কুমার সিংহ, আব্দুল আহাদ রুনু, মিনহাজ আহমদ, লিয়াকত হোসেন, জুনাইদ আহমদ রাসেল, মঞ্জুর আল মামুন, মোঃ আব্দুল করিম শামীম, শাহীন আহমদ সিদ্দিকী ও হাসান ইমাম সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি