জামালগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৭:৫৫:৫২ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ মেয়াদে জামালগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্ধ›িদ্ধতায় দৈনিক নয়াদিগন্ত, এনটিভি ইউরোপ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সুনামকণ্ঠ) ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর দৈনিক সুনামকন্ঠের জামালগঞ্জ কার্যালয়ে জামালগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার (দৈনিক সুনামগঞ্জের খবর) ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বায়েজিদ বিন ওয়াহিদ (দৈনিক সুনামকণ্ঠ), মহসিন কবির (দৈনিক জৈন্তা বার্তা), দিল আহমেদ (দৈনিক উত্তর পূর্ব), আব্দুস সামাদ আফিন্দী নাহিদ (দৈনিক আলোকিত সকাল)।