মুসলিম সার্কেল অব কানাডার অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৭:৫৭:২০ অপরাহ্ন
মুসলিম সার্কেল অব কানাডা (এমসিসি) সাসকাটুন চ্যাপ্টার কানাডার উদ্যোগে বিভিন্ন বয়সের বাচ্চাদের নিয়ে অ্যানুয়াল স্পিচ ও নলেজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাসকাটুন ইসলামিক স্কুলে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকে। এতে বিভিন্ন বয়সের শিশুরা অংশগ্রহণ করে। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একে একে স্পিচ ও নলেজ কম্পিটিশন চলতে থাকে। কম্পিটিশন বিরতিতে শিশুরা একক ও যৌথভাবে নাশিদ, হামদে বারি তায়ালা ও ইসলামী সঙ্গিত পরিবেশন করতে থাকেন। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী রকিব আনছারী, উপস্থাপনা করেন মারুফ ও জায়েদ ইবনে জালাল। বিচারকের দায়িত্ব পালন করেন মিনহাজ আহমেদ ও সামিউল ইসলাম।
শাখা ভারপ্রাপ্ত সভাপতি একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি ইসমাইল হোসেন, শাখা সেক্রেটারি নুর হোসেন, মহিলা বিভাগ সভানেত্রী নূরজাহান উমা, ফায়েজুর রহমান, রওশান আক্তার, আয়েশা সিদ্দিকা, তাজিন সামসে আরা, আয়েশা আক্তার বিথি, জুহরা আক্তার, তাছলিমা চৌধুরী সুন্না, নাসিফ মাহমুদ ও মফিজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি