সিলেটে আনসার মহাপরিচালকের বিভিন্ন ইউনিট পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৭:৫৯:২৩ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাহিনীর নতুন কর্মপরিকল্পনা এবং উন্নত প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শকালে তার সাথে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খান ও সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ পরিদর্শনকালীন মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
আনসারের পক্ষ থেকে জানানো হয় আর্থসামাজিক নিরাপত্তা রক্ষায় এবং উদ্যোক্তা ও দক্ষ জনশক্তি হবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সে লক্ষ্যে নতুন করে সাজানো হয়েছে গ্রাম ভিত্তিক মৌলিক ভিডিপি প্রশিক্ষণ।
বর্তমানে উদ্যোমী তরুণদের প্রশিক্ষণে অধিকতর প্রাধান্য দেয়া হচ্ছে এবং দেশের স্বাধীনতা রক্ষায় ও সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক হিসেবে তাদের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা দেয়া হচ্ছে। এছাড়াও কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার কৌশল সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে প্রশিক্ষণ সম্পর্কে ফিডব্যাক গ্রহণ করার প্রক্রিয়া চালু করা হয়েছে।
এসময় নতুন ধারার প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের সার্বিক উন্নয়নে আনসার ভিডিপি অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য আনসার ভিডিপির সর্বস্তরের সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টায় আত্মনিয়োগ করার জন্য মহাপরিচালক অনুপ্রেরণা ও নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি