শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ এর সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৮:০১:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামিমের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা আসাদুল আলম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শাহপরান থানার সাবেক সভাপতি ক্বারী আব্দুল বাছিত মিলন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল হাওলাদার। উপস্থিত ছিলেন শাহপরান লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সিলেট-৪৫ এর সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহপারন ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট- ২৪ এর সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহপরান নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-৫৮ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য কাদির মিয়া ও কামাল আহমদ প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
প্রধান অতিথি এডভোকেট জামিল আহমদ রাজু ট্রেড ইউনিয়ন থানা-১ এর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান। পরে নব-নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান শামীম কার্যকরি পরিষদের সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান। বিজ্ঞপ্তি