খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে বাধা নেই
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৬:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এ তথ্য জানান তিনি। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দ-প্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।