তাপমাত্রা বৃদ্ধির আভাস
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৮:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তরাঞ্চল ছাড়া অধিকাংশ স্থানে তেমন শীত অনুভূত হচ্ছে না। চলতি ডিসেম্বর মাসের বাকি সময়েও শীত বাড়ার কোন সম্ভাবনা নেই। শুক্রবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে, যার কারণে শীতল বাতাস কম প্রবাহিত হচ্ছে। এই কারণে দেশের বেশিরভাগ স্থানে শীত অনুভূত হচ্ছে না।তিনি জানান, চলতি মাসের শেষ পর্যন্ত দেশে শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই, তবে বিচ্ছিন্ন কিছু স্থানে শৈত্যপ্রবাহ থাকতে পারে।
আবহাওয়াবিদ আরো বলেন, জানুয়ারির শুরুতে দেশের উত্তরের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে ডিসেম্বরে ৩১ তারিখ নাগাদ এটি আরও পরিষ্কার হবে। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। দিনেও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।