৩ ডাক্তার দিয়েই চলছে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৬:০৬:০৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার পূর্ব সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার সাড়ে ৩ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ডাক্তারদের অভাবে ও ময়লা দুর্গন্ধে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে নিজেই রোগী হয়ে দাঁড়িয়ে আছে।
জানা যায়, সিলেট শহর থেকে ৯২ কিলোমিটার পূর্ব দূরবর্তী শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত কৃষিনির্ভর সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত উপজেলাবাসীর একমাত্র ভরসাস্থল জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি অনেক পূর্বে ৫০ শয্যায় অনুমোদিত হলেও লোকবলের অভাবে আজও ৫০ শয্যায় হাসপাতালটি চালু হয়নি। সেই শুরু থেকে ৩১ শয্যার হাসপাতাল হিসাবে কাজ চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আব্দুল আহাদ জানান, হাসপাতালে মোট পদসংখ্যা ১৯৭ জন, শূন্য রয়েছে ৭১টি, সংযুক্তিতে রয়েছে ৬ জন। ডাক্তার পদসংখ্যা ২০ জন, কর্মরত আছেন ৮ জন। এরমধ্যে অন্যত্র ডেপুটেশনে ৩ জন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও আরেকজন ডাক্তার অন্যকাজে ব্যস্ত। এজন্য মাত্র ৩ জন ডাক্তার নিয়ে চলছে স্বাস্থ্যসেবা। নার্সের পদসংখ্যা ৩২, শূন্য রয়েছে ১৪। পরিস্কার পরিচ্ছন্নকর্মীর পদসংখ্যা ৫ কিন্তু কর্মরত মাত্র ১ জন। হাসপাতালে অ্যাম্বুলেন্সটি থাকলেও চালক না থাকায় তা ৪ বছর ধরে অকার্যকর অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালে অপারেশন থিয়েটার রয়েছে কিন্তু ডাক্তারের অভাবে অপারেশন থিয়েটার অকার্যকর হয়ে রয়েছে। এতে করে অপারেশন থিয়েটার সংশ্লিষ্ট অনেক মূল্যবান চিকিৎসা সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালে প্রতিদিন ৬০০-৭০০ রোগী এসে থাকে। কিন্তু রোগী সামলাতে ৩ ডাক্তারকে হিমশিম খেতে হয়। হাসপাতালের বহিঃবিভাগে রোগীদের উপস্থিতি অনুযায়ী ওষুধ সামগ্রী একেবারে অপ্রতুল। পরিস্কার পরিচ্ছন্নকর্মীর অভাবে হাসপাতালটি অপরিষ্কার, অপরিচ্ছন্ন দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হচ্ছে।