সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৭:৩৮:১৮ অপরাহ্ন
শুক্রবার বিকেল ৪টায় নগরীর লামবাজারস্থ রয়েল শেফ রেস্টুরেন্টে সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট বিবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব।সিলেট বিবেকের কার্যকরি সদস্য রোটারিয়ান পীযূষ কান্তি পুরকায়স্থ ও সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়কারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রাক্তন সভাপতি উত্তরা ব্যাংকের জিএম (অব.) নীরেশ চন্দ্র দাশ, প্রাক্তন সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মতবিনিময় উপ কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাধারণ সম্পাদিকা শিক্ষয়িত্রী শীলা চৌধুরী। অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, এডভোকেট প্রশান্ত কুমার পাল, সহ সভাপতি সুব্রত দেব, সহ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য এপেক্সিয়ান জি.ডি. রুমু, এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, আজীবন সদস্য অজিত ভট্টাচার্য্য, ডা. দেবরাজ চৌধুরী, ডা. সুকান্ত মজুমদার, ব্যাংকার দীপক কুমার দাশ, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সর্বমঙ্গলা দত্ত, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কৃষ্ণা তালুকদার কণিকা, লেখিকা অমিতা বর্ধন, বেনু ভূষণ পাল, অরূপ বিজয় চৌধুরী মনি, ছড়াকার অজিত রায় ভজন, ব্যাংকার রিপন চন্দ্র সরকার, অধ্যাপক চঞ্চল রায় শুভ, অধ্যাপক অসিত কুমার শর্মা, প্রভাষক তাপস সূত্রধর, প্রভাষক নন্দ কিশোর রায়, প্রকৌশলী নিতাই চন্দ্র পাল ও শিক্ষয়িত্রী বিউটি রানী দেব প্রমুখ। বিজ্ঞপ্তি