সুনামগঞ্জে হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৭:৫৯:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের অন্তর্গত রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে ঈদগাহ মাঠের পাশে বিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পপতি মো. আব্দুল মকদ্দুছ’র সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুর উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আবুল মনসুর শওকত, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ, এম এ রউফ ও পুনর্মিলনী অনুষ্ঠানের উপদেষ্টা রইছ আলী।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক হেলাল আহমেদ, সমন্বয়ক সাইফুর রহমান। অনুষ্ঠানের সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন রেজাউল হক, আতিকুর রহমান, শিক্ষার্থী বুরহান উদ্দিন ও সিরাজ মিয়া প্রমুখ।