কুলাউড়ায় রক্তদান সমাজকল্যাণ সংস্থার কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৮:০৩:৫৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের রাজনগর বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু।
সংস্থার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সংগঠক সুয়েব উদ্দিন জিল্লুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নজরুল ইসলাম লিটন তালুকদার, বিএনপি নেতা রেজওয়ান খান, শামিম আহমদ চৌধুরী, আকদ্দস আলী মাস্টার, সংস্থার সাধারণ সম্পাদক তারেক হুসেন, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, এম এ আহাদ ও রাজু আহমদ প্রমুখ।