‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট আজ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৮:২১:৫০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তরুণ প্রজন্মকে ইসলামি মূল্যবোধ সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার উদ্দেশ্যে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। প্রতিযোগিতামূলক এই আয়োজনে থাকছে জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রজেক্ট শো, রুবিক্স কিউব প্রতিযোগিতাসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। এছাড়াও থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, এস্ট্রোনমি, আইটি বিষয়ক বুথ, বৈজ্ঞানিক তথ্যচিত্র প্রদর্শনী ও ক্যারিয়ার কাউন্সেলিং।
রেজিষ্ট্রেশন ফি ছাড়াই ৫ম থেকে ১২শ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে এসব তথ্য জানা গেছে।