শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৮:২৩:০৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বালাগঞ্জ উপজেলার এম এ খান অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে মিজানুর রহমানকে সভাপতি ও ফয়সল আহমকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আমির আলী ও ফয়সল আহমদের পরিচালনায় মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী, সাবেক শিবির নেতা এইচ এম রেদোয়ান আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি হাফিজ আতিকুল ইসলাম, ওসমানীনগর উপজেলা সভাপতি আব্দুল মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আলী হুসেন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি জুলেখ মিয়া, জামায়াত নেতা দেলওয়ার আল হোসাইন ছাত্রনেতা আবেদ আলী ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।