র্যাবের হাতে স্বামী-স্ত্রী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৯:১৮:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটির সময় গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল। আটকের পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।