২ দিনে দুই হত্যা : গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলীতে ফের বাংলাদেশী কিশোর নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৯:১৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২ দিনের মাথায় গোয়াইনঘাট বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশী কিশোর নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে বুধবার জৈন্তাপুর সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের এক ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশী এক কিশোরের মৃত্যু হয়। এ নিয়ে দুই দিনে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশী কিশোরের মৃত্যু হলো। নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলার থেকে ভারত সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে খবর দেন।দমদমিয়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সুবেদার মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে সীমান্তের ওপারে (ভারতীয় ভূখন্ডে) বাংলাদেশী যুবকের লাশ পড়ে থাকার বিষয়টি জানি। এরপর এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। লাশটি ভারতের ভেতরে থাকায় পুলিশ উদ্ধার করতে পারেনি।
এর আগে, গত বৃহস্পতিবার ভারতীয় এক খাসিয়া নাগরিকের গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়। সেদিন দুপুরে নিহত হয় জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো: সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।