সুনামগঞ্জের সাবেক মেয়রসহ ৫ জনকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৫:৪৬:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরাধী ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।রোববার সকাল সাড়ে ১১টায় চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা। এদিকে, জামিন আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবীরা। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে সাবেক পৌর মেয়রসহ ৫ আওয়ামীলীগ নেতার জামিন নামঞ্জুর করেন। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
জামিন নামঞ্জুরকৃতরা হলেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, আওয়ামীলীগ সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগকর্মী মছিবুর রহমান।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. জিয়াউর রহিম শাহীন বলেন, সাবেক মেয়র নাদের বখতসহ ৫ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় আহত জহুর আলীর ভাই হাফিজ মিয়া বাদি হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনের নামে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার ৬ নম্বর আসামী ছিলেন সাবেক পৌর মেয়র নাদের বখত।