মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:০৯:২৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট’র ১২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে ইন্সটিটিউট’র হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহকারি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সমবায় একাডেমি কোর্টবাড়ি কুমিল্লার অধ্যক্ষ কাজী মিছবাহ উদ্দিন ও বিভাগীয় সমবায় সিলেট বিভাগের যুগ্ম নিবন্ধক আশিক কুমার বড়–য়া। বক্তব্য রাখেন ইস্টটিটিউটের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক জালাল উদ্দিন, ইলেকট্রনিক বিভাগের প্রশিক্ষক মোস্তফা কামাল। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর অর্থনৈতিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ, বালাগঞ্জ উপজেলার প্রশিক্ষণার্থী শাহাব উদ্দিন শাহীন, জামালগঞ্জ উপজেলার প্রশিক্ষণার্থী কৃষ্ণপদ সূত্রধর, রাজনগরের মোতাহির আলম, ছাতক উপজেলার জামরুল ইসলাম, দক্ষিণ সুরমার জলিলুর রহমান প্রমূখ। ১২ দিনের প্রশিক্ষণে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাক্ষনবাড়িয়া জেলা থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির ৫০জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষ হবে ৯ জানুয়ারী।