শ্রমিক কল্যাণ কোতোয়ালী পূর্ব থানার সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:১৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিকের ঘাম ও রক্তে দেশের অর্থনীতির চাকা সচল হলেও সেই শ্রমিকরাই আজ সবচেয়ে লাঞ্ছিত ও বঞ্চিত জনগোষ্ঠী। কারণ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানোর দাবীতে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালী পূর্ব থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কোতোয়ালী থানা পূর্বের সভাপতি আব্দুস সাত্তার মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোঃ রাসেল ও সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।
সম্মেলনে থানার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখা সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
কমিটিতে সভাপতি ইকবাল আহমদ, সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান, সহ সাধারণ সম্পাদক রোকন আহমদ, আব্দুল হক, সৈয়দ আহমদ, কোষাধ্যক্ষ সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল হক মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক জুয়েল রানা, আইন আদালত সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আল- আমিন, সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে কামাল আহমেদ, হুমায়ূন বেপারী, পিয়াস আহমদ, হাবিবুর রহমান তপু, এরশাদ আহমদ, জামাল মিয়া, জাকির হোসেন ও আফজাল মারুফ প্রমূখ। বিজ্ঞপ্তি